ঢাকা | বঙ্গাব্দ

সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক এর সভাপতি জয়া সম্পাদক ইখিন, ও সাংগঠনিক পূবালী

সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার(১১মার্চ) সকালে খাগড়াছড়ি সদরের জিরোমাইলস্থ হর্টিকালচার পার্কে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
  • আপলোড তারিখঃ 11-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 209542 জন
সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক এর সভাপতি জয়া  সম্পাদক ইখিন, ও সাংগঠনিক পূবালী ছবির ক্যাপশন: সভাপতি জয়া সম্পাদক ইখিন, ও সাংগঠনিক পূবালী
ad728


খাগড়াছড়ি প্রতিনিধি :


সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার(১১মার্চ) সকালে খাগড়াছড়ি সদরের জিরোমাইলস্থ হর্টিকালচার পার্কে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

 গোয়াইছড়ি মৌজার হেডম্যান চৌধুরী'র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।

 আলোচনা সভায় সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের নব গঠিত কমিটিতে সভাপতি পদে নারী হেডম্যান জয়া ত্রিপুরা-কে সভাপতি, ইখিন চৌধুরী-কে সাধারণ সম্পাদক ও পূবালী ত্রিপুরা-কে সাংগঠনিক সম্পাদক করে ২৬সদস্যের খাগড়াছড়ি জেলা শাখা'র ৩বছর (২০২৫-২০২৭) মেয়াদী কার্যকরী কমিটি'র গঠন করা হয়।

এছাড়া সহ-সভাপতি  হ্লামাপ্রু চৌধুরী,সহ-সভাপতি সমরিকা চাকমা,যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জলী ত্রিপুরা,কোষাধ্যক্ষ সুমনা ত্রিপুরা-কে আগামী ৩বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।


এ সময় জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য কংজ প্রু মারমা,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিউটের পরিচালক ঞ্যোহ্লা মং,হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা,বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা,আলো'র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমাসহ বিভিন্ন মৌজার নারী হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান