গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৩নং চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. মাইনউদ্দিনকে আটক করেছে বিএনপি নেতা কর্মীসহ স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার রাতে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা সদরে গরু হাটা এলাকায় বসবাসরত ভাড়া বাসা তাকে আটকিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়।
জানা যায়, ৫ আগষ্টের পর চেয়ারম্যান মাইন উদ্দিন এলাকা থেকে পালিয়ে হোসেনপুরে গোপনে বসবাস করছেন। এ খবর পেয়ে নিহত গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক কমলের ভাই, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ইবনে আজহার মাহমুদ সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে চেয়ারম্যান মাইন উদ্দিনকে ভাড়া বাসায় আটক করে। পরে হোসেনপুর ও গফরগাঁও থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে প্রথমে হোসেনপুর এবং পরে গফরগাঁও থানার নিয়ে আসে। এসময় সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রহিম সরকার বলেন, নাশকতা মামলায় তাকে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।