ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও গ্রীণ হিল সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থায় মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 09-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 116682 জন
খাগড়াছড়িতে মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন
ad728


খাগড়াছড়ি প্রতিনিধি;

খাগড়াছড়িতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও গ্রীণ হিল সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থায় মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।


এ সময় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বাংলাদেশ মিডওয়াইফের প্রয়োজনীয়তা,মাতৃ এবং শিশু মৃত্যু ও অসুস্থতার হার কমানো, হাসপাতাল ও কমিউনিটি সেটিং এমানসম্মত ও সম্মানজনক মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য দক্ষ সক্ষম, আত্মবিশ্বাসী জনশক্তি তৈরি  অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন প্রতিরোধ ও নরমাল ডেলিভারির হার বাড়ানো, ইন্সষ্টিটিউসনাল ডেলিভারি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।


রবিবার (০৯মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পরিষদের কনফারেন্স হলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের  চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।


এ সময় জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু চৌধুরী,জেলা পরিষদের সদস্য সহিদুল ইসলাম সুমন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ,ইউএনএফপিএ এর ন্যাশনাল মিডওয়াইফারিং কনসালটেন্ট ফরিদা বেগমসহ গ্রীণ হিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল