ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে বিজিবি

  • আপলোড তারিখঃ 28-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34336 জন
পানছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে বিজিবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

‎‌পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক আর্থিক অনুদান/বিবিধ সামগ্রী প্রদান‎ জেলার পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কতৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন সহ বিবিধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎শনিবার ( ২৮ জুন ২০২৫) সকাল এগারোটায় পানছড়ি ব্যাটালিয়ন সদরে ৩ বিজিবি ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূইয়ার উপস্থিতিতে জোনের দায়িত্বপূর্ণ এলাকার ১৮.৫ বান্ডিল ঢেউটিন, সেলাই মেশিন,হুইলচেয়ার, সোলার প্যানেল, অসুস্থ রোগীর জন্য আর্থিক অনুদান প্রদান করেন। 

‎সিন্দু কুমার কারবারী পাড়ায় শিব মন্দির ও ‎লোগাং শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য আর্থিক অনুদান এবং নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।

‎এসময় জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল