ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনে কাটা পরে হৃদয় (২৩) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে আরিচপুর গাজীবাড়ি পুকুর পার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 06-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 125060 জন
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728



টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনে কাটা পরে হৃদয় (২৩) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। 


মঙ্গলবার বিকেল তিনটার দিকে আরিচপুর গাজীবাড়ি পুকুর পার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 


আহত হৃদয় কুষ্টিয়া জেলা সদরের বোয়ালদা কান্তিনগর এলাকার আলম মন্ডলের ছেলে। সে কোনাবাড়ি এলাকায় বসবাস করে ফেরি করে মশারী, লুঙ্গিসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতো।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পরে হৃদয়ের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।


প্রাথমিক ধারণা করা হয়, অসতর্কতা বসত ট্রেন লাইন অতিক্রম করতে গিয়ে কাটা পরেন তিনি। তবে এখনো জীবিত আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। 


টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।