ঢাকা | বঙ্গাব্দ

নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের অন্য সব দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এ-বিষয়ে একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশও অবৈধ হয়ে পড়া বাঙালি নাগরিকদের ফেরত নেবে।
  • আপলোড তারিখঃ 06-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5148 জন
নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


নিউজ ডেস্ক : 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের অন্য সব দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এ-বিষয়ে একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন।  বাংলাদেশও অবৈধ হয়ে পড়া বাঙালি নাগরিকদের ফেরত নেবে।


গতকাল বুধবার (৫মার্চ) সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। 


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ নিজ নাগরিকদের নিতে রাজি। তবে ভারতীয়দের মতো অসম্মানজনক ভাবে হাত-পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে চায় না।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল