ঢাকা | বঙ্গাব্দ

জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জিসান, সদস্য সচিব মিহির

শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এতে ইফতেখার আহমেদ জিসান-কে আহবায়ক ও মো. মাহতাব মোর্শেদ মিহিরকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন করা হয়।
  • আপলোড তারিখঃ 15-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34342 জন
জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জিসান, সদস্য সচিব মিহির ছবির ক্যাপশন: আহবায়ক জিসান, সদস্য সচিব মিহির
ad728




শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এতে ইফতেখার আহমেদ জিসান-কে আহবায়ক ও মো. মাহতাব মোর্শেদ মিহিরকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক মো. নাছির উদ্দীন নাছিরের সই করা এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 


এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন, সিনি: যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী রিদয়, যুগ্ম আহবায়ক রিদয় মিয়া, আব্দুল্লাহ মাহমুদ, হাপসি ইসলাম জিদান, সালাম উদ্দিন মারজান,

আরিফুল আহাম্মেদ রাহাত, রাতিন আহমেদ মিরাজ, জিতু খান, ফারদিন বেপারী,  আজিজুন্নেসা, মেঘলা মাহমুদ, সদস্য ফাহিম আহমেদ জীবন, আব্দুল্লাহ মাহমুদ ঐক্য,

সাদিদ বেপারী।



প্রসঙ্গত, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও আহবায়ক, সিনি: যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিব তিন (৩) জনের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।