বিশেষ প্রতিনিধি : 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' স্লোগান নিয়ে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে চলছে তারুণ্যের উৎসব ২০২৫।
এ উপলক্ষে আয়োজন করা হয়েছে তারুণ্যের মেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শনিবার (৮ ফেব্রুয়ারী) অষ্টগ্রাম হেলিপ্যাড ময়দানে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নূরে আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাফিস হায়াত, সহকারী প্রোগ্রামার আনোয়ার পারভেজ, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ দাস, আমাদের সময় প্রতিনিধি ও আজকের সংবাদ.কমের সম্পাদক নজরুল ইসলাম সাগর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তারসহ বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ছাত্রীবৃন্দ। শেষ খবর পাওয়া পর্যন্ত অনুষ্ঠান চলছিল।