ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা কারবার। নারীসহ গ্রেপ্তার-৪জন।

মাদারীপুরের রাজৈরে নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা কারবার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 06-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25891 জন
রাজৈরে নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা কারবার। নারীসহ গ্রেপ্তার-৪জন। ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


সুজন হোসেন রিফাত,রাজৈর প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈরে  নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা কারবার  চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাতে  রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের  ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।


এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ মাসুদ খান  জানান, বাজিতপুরে দীর্ঘদিন যাবত একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদার সহ তাদের লোকজন। পরে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম ও রিপনসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালায়। এসময় এক নারী ও ৩ যুবককে ১৫০০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে মাদক ব্যবসায়ী চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল পালিয়ে যায়।


তিনি আরও জানান, তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ পানির মধ্যে গলে গেলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এজন্য ওদেরকে ধরাও অনেক কষ্টকর। তবে মাদকের ব্যবহারে আমরা একটু বেশিই সোচ্চার। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেন মাদক না থাকে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল