ঢাকা | বঙ্গাব্দ

যারা খাল-বিল শুকিয়ে হাওরে পানির সংকট সৃষ্টি করে, বিষ দিয়ে মাছ ও মাছের ডিম নষ্ট করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- খাদ্য ও ভূমি উপদেষ্ঠা

”যারা সেচ দিয়ে খাল-বিল শুকিয়ে হাওরে পানির সংকট সৃষ্টি করে, বিষ দিয়ে বেআইনী ভাবে মাছ ও মাছের ডিম নষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।
  • আপলোড তারিখঃ 05-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16165 জন
যারা খাল-বিল শুকিয়ে হাওরে পানির সংকট সৃষ্টি করে, বিষ দিয়ে মাছ ও মাছের ডিম নষ্ট করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- খাদ্য ও ভূমি উপদেষ্ঠা ছবির ক্যাপশন: জিরাতিদের সাথে মত বিনিময় সভা।(ছবি:- জার্নাল অব কান্ট্রি)
ad728

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   ”যারা সেচ দিয়ে খাল-বিল শুকিয়ে হাওরে পানির সংকট সৃষ্টি করে, বিষ দিয়ে বেআইনী ভাবে মাছ ও মাছের ডিম নষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।

শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বোরো ধানের ফলন পরিদর্শনে এসে জিরাতিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় উপদেষ্ঠা আলী ইমাম মজুমদার। সারা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, হাওরের জীব বৈচিত্র রক্ষা করতে এবং যারা পরিবার পরিজন ছেড়ে দেশের মানুষের খাদ্যের চাহিদা মেঠাতে জিরাতি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে বছরের আট মাস হাওরে বসবাস করে ফসল ফলায় তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খাঁন। জিরাতি কৃষকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন- তারেক সিদ্দিকী, শাহজাহান মিয়া ও আবদুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা হাওরে কোল্ড স্টোরেজ স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থাসহ খাল-বিলের ইজারা বাতিল এবং বজ্রপাত প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় উপদেষ্ঠা আলী ইমাম মজুমদার তাদের এসব সমস্যা সমাধানের আশ্বাস  প্রদান করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার