০১.উত্তর :- কোন ধরণের আমলে কাছির ছাড়া যদি মুছল্লি নিজ ইচ্ছায় তার কাপড় বের করে দেয়, তাহলে নামাজের কোন ক্ষতি হবে না। তবে যদি সে অন্য কারো কথায় কাপড় বের করে দেয়, তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে। কারণ নামাজের মধ্যে গাইরুল্লাহর আদেশের তামিল করা নামাজের পরিপন্থি।
সূত্র :- ফাতাওয়ায়ে শামী-২/৩৭৬, ফাতাওয়ায়ে তাতারখানিয়া -২/২৩, ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/১৬৪,