মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কটিয়াদী উপজেলা এস আর অফিস দলিল লেখক সমিতির বার বার নির্বাচিত সফল সাধারন সম্পাদক সাংবাদিক মাইনুল হক মেনুকে বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবীর জেনারেল ওসমানী'র ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে "বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর কর্মময় জীবন" শীর্ষক আলোচনা সভা, বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও সাংস্কৃতকি অনুষ্ঠানে মাইনুল হক মেনুকে উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মাইনুল হক মেনু উপজেলার ঝাকালিয়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে। তিনি কটিয়াদী উপজেলা এস আর অফিস দলিল লেখক সমিতির সদস্যগণের প্রত্যক্ষ ভোটে বার বার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি সকল দলিল লেখকদের সমান মর্যাদা দিয়ে সফলতা অর্জন করেছেন। দলিল লেখকের পাশা পাশি তিনি একজন দক্ষ সাংবাদিক। সাংবাদিকতাও রয়েছে অনেক সুনাম। তিনি বর্তমানে কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব, জাতীয় সাংবাদিক সংস্থা কটিয়াদী উপজেলা ইউনিটের সভাপতি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বিশ^াসী। মাইনুল হক মেনু কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তাছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে সাথেও সম্পৃক্ত রয়েছেন তিনি।
অনুষ্ঠানে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ঢাকা বিশ^বিদ্যারয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কেবিসি ট্যুরস এন্ড ট্রাভেলেসের পরিচালক মোহাম্মদ খোকন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আর কে রিপন। স্বাগত বক্তব্য রাখেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান হয়।