অষ্টগ্রাম প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ জামাতে ইসলামির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) উপজেলার পূর্ব অষ্টগ্রামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামাতে ইসলামী অষ্টগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় ও আমির মাও. আশরাফুল হকের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাও. আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী এডভোকেট রোকন রেজা।
বক্তব্য রাখেন, মিঠামইন উপজেলা জামাতের সেক্রেটারি মাও. আবদুস সালাম, ইটনা উপজেলা জামাতের সেক্রেটারি নূরুল্লাহ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামাতের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।