ঢাকা | বঙ্গাব্দ

কালকিনি উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তার। উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন পতিত জমি ও অফিস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
  • আপলোড তারিখঃ 28-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22456 জন
কালকিনি উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ছবির ক্যাপশন: আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান
ad728


স্টাফ রিপোর্টার,মাদারীপুর:

পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তার। উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন পতিত জমি ও অফিস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, কালকিনি আনসার ও ভিডিপি অফিসার মো: রবিউল ইসলাম, কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংক এর ব্যাবস্থাপক মো: হেজাজ খানসহ ইউনিয়ন দলনেতা ও আনসার ও ভিডিপি সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রবিউল ইসলাম জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি গড়ে তুলতে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।