হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নাভারণে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি বিকাল সাড়ে ৪টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয় (নাভারণ) থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সাতক্ষীরা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সাহসী সূচনার নাম। সেই আন্দোলনে ছাত্র, যুবক ও জনগণ যেভাবে একাত্ম হয়েছিল—তা আজকের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।” বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান এবং গণতন্ত্র রক্ষায় রাজপথের আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমাদুল হক ইমদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে নাভারণে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা সরকারের অব্যাহত দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।