রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় ষ্টেশন রোডে দুইটি পূঁজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও গফরগাঁও পৌরসভার প্রশাসক এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
গত রোববার সন্ধ্যায় পৌর এলাকায় ষ্টেশন রোডে দুইটি পূঁজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় ইউএনও পূঁজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন এবং পূঁজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গা পূঁজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় গফরগাঁও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন লৌহ, মন্ডপ কমিটির সভাপতি- সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।