ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আনোয়ারায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা

চট্টগ্রাম মহানগরীর আনোয়ারা উপজেলায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল।অতর্কিত এই হামলায় উপজেলা শিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ শিবিরের সভাপতি মিশকাতুল ইসলাম আহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 10-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10988 জন
চট্টগ্রামে আনোয়ারায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা ছবির ক্যাপশন: আহত শিবিরকর্মী
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর আনোয়ারা উপজেলায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল।অতর্কিত এই হামলায় উপজেলা শিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ শিবিরের সভাপতি মিশকাতুল ইসলাম আহত হয়েছেন।


আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলা সদরে এই ঘটনা ঘটে।পরে স্থানীয় শিবির নেতাকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।হামলার এই ঘটনায় আহত মিশকাতুল ইসলাম বাদী হয়ে আনোয়ারা কলেজ ছাত্রদলের পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।



অভিযুক্তরা হলো, হেটিখাইন গ্রামের আব্দুল বারেকের ছেলে তারেক জিয়া (২৫), ছাতরী ইউনিয়নের মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) ও পরৈকোড়া ইউনিয়নের মো. জাবেদ (২২)। অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়।


অভিযোগ সূত্রে জানা গেছে, সদর এলাকাতে আনোয়ারা কলেজ ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন এবং ছাত্রদল নেতা জুয়েল ছাত্রশিবিরের দুই নেতার পথ আটকে তাদের কলেজে যেতে বলেন। এতে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।



আনোয়ারা হাসপাতালের কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন জানান, দুজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


অভিযোগকারী মিশকাতুল বলেন, গত চার-পাঁচদিন আগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা চালায় ছাত্রদল। আমরা প্রতিবাদ জানানোর কারণে আমাদের ওপরও হামলা চালানো হয়।



হামলার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এই ঘটনায় থানায় একপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।



এই হামলার তীব্র নিন্দা জানিয়ে শিবিরের জেলা পশ্চিম শাখার সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেছেন, ৫ আগস্টের পর তরুণরা যখন নতুন ধারার রাজনীতি করতে যায় সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা শক্তি প্রয়োগ করতে চায়। এটি দুঃখজনক। আজকে তারা আমাদের দুই নেতার ওপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।