ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে জামায়াতের প্রার্থী মাওলানা মহসিনের নেতৃত্বে গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের এমপি প্রার্থী ও কুলিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামি'র সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিন শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ডুমরাকান্দা বাজারে গণসংযোগ করেন।
  • আপলোড তারিখঃ 13-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7316 জন
কুলিয়ারচরে জামায়াতের প্রার্থী মাওলানা মহসিনের নেতৃত্বে গণসংযোগ ছবির ক্যাপশন: জামায়াতের প্রার্থী মাওলানা মহসিনের গণসংযোগ
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের এমপি প্রার্থী ও কুলিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামি'র সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিন শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ডুমরাকান্দা বাজারে গণসংযোগ করেন।


এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুলিয়ারচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফাহিম, সালুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক মোঃ মাহফুজ, সেক্রেটারি আমান উল্লাহ মিয়া এবং প্রায় অর্ধশত নেতাকর্মী।


গণসংযোগকালে তাঁরা বাজার প্রদক্ষিণ করে সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।