ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলা এবং কিছু সংখ্যক শিক্ষককে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক সব দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
  • আপলোড তারিখঃ 13-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 24193 জন
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ


 

স্টাফ রিপোর্টার:

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলা এবং কিছু সংখ্যক শিক্ষককে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক সব দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব তওসীফ মুস্তফা তকী।


বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মর্মাহত এবং ক্ষুব্ধ। শিক্ষকদের ওপর এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর মাধ্যমে শিক্ষকদের প্রতি অবমাননাকর এবং অগ্রহণযোগ্য বার্তা যাচ্ছে। পাশাপাশি এ ধরনের ঘটনায় এদেশের শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।


তারা আরও বলেন, কোনো সভ্য রাষ্ট্রের পুলিশ প্রশাসন দ্বারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পূনরাবৃত্তি না ঘটে। একই সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ প্রশাসনের কাছে শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছে এবং শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করে সরকার মেনে নিবেন বলে আমরা বিশ্বাস করি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩