আবু ইউসুফ সোহাগ, বিশেষ প্রতিনিধি :
একটি গাছ একটি প্রাণ, গাছ লাগিয়ে করবো দান—সবুজে বাঁচুক বিশ্ব প্রকৃতি” এই স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি ব্লাড ডোনেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১ (আগস্ট ২৫) সারাদিন ব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চ এবং কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা ডা. গালিবুল ইসলাম গালিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অ্যাডমিন আতিকুল ইসলাম পিতুল। আরো উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর আতিক হাসান রাব্বানী, সদস্য আরেফিন , জুবায়ের, আকাশ, কাউসার, আবু বকর সিদ্দিকসহ প্রমুখ। আতিকুল ইসলাম পিতুল তিনি বলেন "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ২০২৫ সালে প্রায় ১৫০টি বৃক্ষরোপণ করা হয়েছে। এতে ফলজ, বনজ ও ভেষজ মিলে প্রায় ১০ ধরনের গাছ রোপণ করা হয় । এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রাকৃতিক সম্পদ গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “বৃক্ষই জীবন”—এই বিশ্বাসকে ধারণ করে আমরা শুধু রক্তদানে নয়, বরং একটি সবুজ পৃথিবী গড়ার জন্যও কাজ করছি। দিন দিন তাপমাত্রা বাড়ছে, প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে। এই সংকট মোকাবেলায় গাছ লাগানোই হতে পারে অন্যতম সমাধান। আমাদের সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আরও কয়েক ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।”