রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও পিকআপের আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপ থেকে নিহত চালকের লাশ বের করেছেন। তবে তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এছাড়াও তিনি আরও বলেন দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। এই তিনজনের মধ্যে একজন পিকআপের হেলপার, দুজন বাসের যাত্রী। নিহত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক)মর্গে পাঠানো হয়েছে। তারপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।