রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার ছাত্র কাফেলার উদ্যোগে ইসলামী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা'র সার্বিক তত্ত্বাবধানে আজ (৪ জুন) দুপুরে মাদ্রাসার প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিষয়সমূহ হলো- যেমন পারো তেমন বল ( নূরানী বিভাগ), হদর তেলাওয়াত ( নাজেরা বিভাগ), হিফজুল কোরআন (হিফজ বিভাগ), বাংলা বক্তৃতা ও আরবি বক্তৃতা (কিতাব বিভাগ) ও হামদ -নাত।
অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, মাদরাসার শিক্ষকমন্ডলী, সুধীজনসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।