ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর সাপাহারে আমগাছ কেটে ফেলার অভিযোগ

নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়ায় পুর্ব শক্রুতার জের ধরে বাগানের আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
  • আপলোড তারিখঃ 22-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 88105 জন
নওগাঁর সাপাহারে আমগাছ কেটে ফেলার অভিযোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


স্টাফ রিপোর্টার:

নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়ায় পুর্ব শক্রুতার জের ধরে বাগানের আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। 


স্থানীয় থানায় ভুক্তভোগী রিয়াজ উদ্দীনের  দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, মিরাপাড়া  মৌজাস্থ খতিয়ান নং-৪৮, প্রস্তাবিত খতিয়ান নং-২৮০, হালদাগ নং-১৯০ জমির পরিমান ৪৮ শতাংশ সম্পত্তি গত ২০১২ সাল হতে লীজ গ্রহণ ও ক্রয় সুত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। 


প্রতিপক্ষের লোকজন ওই সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য নানা ধরনের হুমকী ও ভয়ভীতি প্রদান করতে থাকে। ইতোপূর্বেও তারা ওই সম্পত্তিতে থাকা আমগাছ কর্তন করে


ক্ষতিসাধণ করেছিল। একই ভাবে গত ১৯ এপ্রিল  ভোর সাড়ে ৫ টার দিকে প্রতিপক্ষের লোকজন হাতে  বাঁশের লাঠি, লোহার রড, হাসুয়া, দা, ফার্সা ও শাবল নিয়ে সম্পত্তিতে প্রবেশ করে  তাকে জমি হতে চলে যেতে বলে।


একই সাথে জমি ভোগদখল করতে হলে তারা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে  অস্বীকার করায় প্রতিপক্ষগণ   ঘিরে ধরে তাকে খুন জখমের হুমকি ও ভয়ভীতি  দেখিয়ে উক্ত সম্পত্তিতে থাকা ৫ বছর বয়সের ৯০টি আমগাছ কেটে ফেলে প্রায় চার লক্ষ  সত্তর হাজার টাকার ক্ষতিসাধন করে।




এ ঘটনায় সম্পত্তির বর্তমান মালিক আদলপুর গ্রামের মৃতঃ  আঃ খালেক, এর ছেলে রিয়াজ উদ্দীন বাদী হয়ে গত ২১ এপ্রিল প্রতিপক্ষের  মোস্তফা মাস্টার (৬৫), পিতা-মৃত আইয়ুব আলী,  ইসমাইল হোসেন (৪০), পিতা-নজরুল ইসলাম, সাং-দেওলিয়া, থানা-পোরশা সহ  আঃ করিম (৫২), পিতা-মৃত মকবুল হোসেন, দুলাল (৫৫), পিতা-আবুল হোসেন, মানারুল ইসলাম (৪৬), পিতা আবুল হোসেন, আবুল হোসেন(৬০),  নজরুল ইসলাম (৫৫), উভয় পিতা-মৃত আইয়ুব আলী, সর্ব সাং-হাপানিয়া (শিয়ালমারি), শ্ৰী বাধনু (২৫), পিতা-পাগল,  শ্ৰী শাহ (২২), পিতা-মুয়া, শ্রী বিষ্যা (২৪), পিতা-শ্রী মঙ্গলু, সর্ব সাং-বিরামপুর সহ অজ্ঞাতনামা ৫/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।


এ বিষয়ে প্রতিপক্ষের  মোস্তফা মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি রিয়াজ উদ্দীনের আনিত  সকল অভিযোগ মিথ্যা  ও উদ্দেশ্য প্রনোদিত বলে জানান। তিনি একজন অবসর প্রাপ্ত শিক্ষক এ ধরনের নীতি বর্জিত কোন  কাজ কর্মের সাথে তিনি জড়িত নয় বলেও  জোর দাবী করেন।


 মিরাপাড়ায় আম গাছ কর্তন সংক্রান্ত অভিযোগ পেয়ে থানার এস আই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে সাপাহার থানার ওসি তদন্ত আলিফ মাহমুদ জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল