ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মনি চৌধুরী (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বামী মেহেদীসহ পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃত মনি চৌধুরীর পিতা মহাব্বত চৌধুরী বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
  • আপলোড তারিখঃ 28-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7159 জন
নবীনগরে গৃহবধূর রহস্যজনক   মৃত্যু, স্বামী পলাতক ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728



কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মনি চৌধুরী (২২) নামে এক গৃহবধূর  রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বামী মেহেদীসহ পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। শুক্রবার  লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃত মনি চৌধুরীর পিতা মহাব্বত চৌধুরী বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে মেহেদী (২৪) এর সাথে বিয়ে হয় মনির।  তাদের ঘরে একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। বেকার স্বামীর সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো।  ঘটনার পর থেকে মৃত মনির তিন বছরের মেয়ে মুনতাহারসহ তার শ্বশুরবাড়ির লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


নিহতের বাবা মহাব্বত চৌধুরী  বলেন, বৃহস্পতিবার  রাত অনুমানিক ১১ টার দিকে আমাকে ফোন করে মনির শাশুড়ী জানায় মনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছে তাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে হাসপাতালে গিয়ে মনিকে মৃত অবস্থায় দেখতে পায়। কর্তব্যরত চিকিৎসক তাকে জানায়, মনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনি তার মেয়ের সুষ্ঠু বিচারের দাবি জানান।


নবীনগর থানার অফিসার ইনচার্জ  মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন