ঢাকা | বঙ্গাব্দ

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ার সিদ্ধান্ত

২০২৫ এর মাহে রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরিফাইন এর কর্তৃপক্ষ। ১৭ ফেব্রুয়ারি দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইনসাইড দ্যা হারামাইন।
  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 220604 জন
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ার সিদ্ধান্ত ছবির ক্যাপশন: মসজিদুল হারাম ও মসজিদে নববী
ad728


নিউজ ডেস্ক: ২০২৫ এর মাহে রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরিফাইন এর কর্তৃপক্ষ।

১৭ ফেব্রুয়ারি দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইনসাইড দ্যা হারামাইন।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, এবার রমজানে ৫ সালামে ১০ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে। করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল।তবে ২০২৫ সালে এসেও এই সিদ্ধান্ত বহাল থাকার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ১০ রাকাত তারাবির পর তিন রাকাত বিতির নামাজও পড়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

 

জানা গেছে, করোনাভাইরাসের মহামারির পর থেকে উল্লেখিত দুই মসজিদে ১০ রাকাত তারাবির নামাজ চালু রাখার মূল কারণ ছিলো স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা।

 

কর্তৃপক্ষ জানায়, করোনা মহামারির সময় নামাজে অংশগ্রহণকারীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাতের সংখ্যা কমিয়ে ২০ থেকে ১০ করা হয়েছিল। এই নিয়ম পরে স্থায়ী করা হয়। কম সময়ের নামাজের ফলে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ বলে জানান তাঁরা।

 

তাছাড়াও মুসল্লিদের ক্লান্তি কমানো ও অধিক সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ করে দেওয়ার জন্যেও ১০ রাকাত নিয়মটি অব্যাহত রাখা হয়েছে। মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর উমরাহ পালনকারী আসেন। ১০ রাকাত তারাবি নিয়মের কারণে উমরাহ ও নামাজ দুইটিই সহজভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান