নেত্রকোনা প্রতিনিধি:- আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কমান্ড্যান্ট কার্যালয়, নেত্রকোণা এ জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স়াপতিত্ব করেন ২৬ আনসার ব্যাটলিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার পিভিএমএস।
সঞ্চালনায় ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল বিভিএম, পিডিএমএস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ময়মনসিংহের জেলা কমান্ড্যান্ট মো. রবিউল ইসলাম।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা কমান্ড্যান্ট মো. সোহাগ হোসেন, মদন উপজেলার প্রশিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী, এই বাহিনীর সদস্য সংখ্যা ৪১ লাখ। এই বাহিনীর সদস্যরা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন।
তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আরো আন্তরিকতা সহিত পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ ২৮ জন আনসার সদস্যকে বাই সাইকেল, ৪ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৪০ জনকে ছাতা প্রদান করা হয়।