হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:
যশোরের শার্শা উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সহ-সভাপতি, বাগআঁচড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব কাসেদ আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
কাসেদ আলী বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের পিতা। রাজনৈতিক জীবনে তিনি উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, তাঁর আগে হৃদযন্ত্রে রিং বসানো ছিল। গত সোমবার আসরের নামাজ আদায়কালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হলে বুধবার দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়।
প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।