ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁও পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
  • আপলোড তারিখঃ 11-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9233 জন
গফরগাঁও পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ছবির ক্যাপশন: উচ্ছেদ অভিযান
ad728


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় অবৈধ 

স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। 


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে পৌরসভা কর্তৃপক্ষ।

এছাড়াও গফরগাঁও মিনি স্টেডিয়াম সংলগ্ন বটতলার আশেপাশে এবং ষ্টেশন রোডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক এন. এম. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আমির সালমান রনি অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের একটি টিম অংশ নেন।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, অনেক বছর ধরে শহরের বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন দখলদাররা। শহরের ব্যস্ততম সড়ক জামতলা মোড় ও ষ্টেশন রোড এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন। উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও তাদের কাছ থেকে জায়গাটি উদ্ধার করার জন্যই এ অভিযান। এর ফলে রাস্তাটি প্রশস্ত হবে। নাগরিকরা এ রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।


সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি জানান, সরকারি রাস্তা দখল করে তারা দীর্ঘদিন দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আমরা অভিযানে এসব অবৈধ উচ্ছেদ শুরু করেছি।

এছাড়া তারা যেন ভবিষ্যতে আর রাস্তা দখল করে এই ধরনের দোকানপাট না বসায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।


এ উচ্ছেদ অভিযানে শহরের সকল অবৈধ ও ভাসমান স্থাপনা উচ্ছেদ, সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, বাঁশ মহাল উচ্ছেদ এবং খাল পুনরুদ্ধার করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।