ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে "প্রস্তুত থাকে যদি ২ জন রক্তদাতা, থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা" এ স্লোগানে ফ্রি ব্লাড গ্রুপিং এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মোহিনী কিশোর ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 06-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1990 জন
নবীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ছবির ক্যাপশন: বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে "প্রস্তুত থাকে যদি ২ জন রক্তদাতা, থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা" এ স্লোগানে ফ্রি ব্লাড গ্রুপিং এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মোহিনী কিশোর ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (০৫ নভেম্বর) দিনব্যাপী  উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ, শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম, রাজু আহমেদ, ইয়াসিন আরাফাত রিমন, জাহিদুল ইসলাম জিহাদ, আশিকুল বারি পিয়াস প্রমুখ।


রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মোহিনী কিশোর ব্লাড ডোনার্স ক্লাবটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে রক্তের গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারব।


বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করেছি।


এ সময় সোহেল রানা, সামির সরকার, আশরাফুল ইসলাম, নুসরাত জাহান, মোনালিসা, 

জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আমির খান, রবিন আহমেদ, শাহাদাত হোসেন পারভেজ, বিপুল কুমার, তৌহিদুল আলম মিরাজসহ সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লী চিকিৎসক ডা. উর্মি বেগম ও শাহিদ আহম্মেদ।


উল্লেখ্য, শ্যামগ্রাম মোহিনী কিশোর ব্লাড ডোনার্স ক্লাব ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মাধ্যমে ইতোমধ্যে হয় প্রায় ৫ শতাধিকের বেশি ব্যাগ রক্ত দান করা হয়ছে। এছাড়া বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান