গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার “জুলাই যোদ্ধা” গণের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকালে গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই যোদ্ধা” গণ দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
শেষে “জুলাই যোদ্ধা” ৯ জনের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা , সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন