ঢাকা | বঙ্গাব্দ

আন্দালিভ রহমান পার্থ সুস্থধারার রাজনীতির ধারক-বাহক -খলিলুর রহমান

  • আপলোড তারিখঃ 09-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42259 জন
আন্দালিভ রহমান পার্থ   সুস্থধারার রাজনীতির ধারক-বাহক   -খলিলুর রহমান ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো.খলিলুর রহমান বলেছেন, ব্যারিস্টার আন্দালিভ রহমান বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির ধারক-বাহক। তিনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন, ভাল মানুষ রাজনীতিতে না আসলে এই দেশের পরিবর্তন হবে না। তাই ভাল মানুষ ও তরুনদের বেশি বেশি রাজনীতিতে আনতে হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা শহরে দলীয় কার্যালয়ে জেলা বিজেপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোনো অপরাধীর পূর্ণবাসন বিজেপি হবে না। জননেতা আন্দালিভ রহমান পার্থ চাইলে এই ১৭ বছরে কয়েক দফা এমপি-মন্ত্রী হতে পারতেন, তবে তিনি তা হননি। তিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে থেকেছেন। তাঁর রাজনীতি হলো ভাল মানুষদের রাজনীতিতে আনা। আসুন আলোর পথে এগিয়ে একসাথে জননেতা আন্দালিভ রহমান পার্থর হাতকে শক্তিশালী করি, একসাথে দেশ গড়ি।

পটুয়াখালী জেলা বিজেপির আহবায়ক মো: শামসুদ্দোহা (শাওন) এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নাহিয়ান (রুমি)'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিজেপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, জুলফিকার হাসান (আসিফ), মো. রেজাউল করিম, যুগ্ম আহবায়ক এম.এ. ওয়ারেজ, ডা. সাইফুল আরেফিন,

মো. হাসিবুল হাসান (হাসিব), মো. জোবায়ের হোসেন (বিজয়), মো. মানিক খান, মো.সোহান মৃধা প্রমূখ। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।