ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে ইফতার সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর লক্ষ্মীপুরে ৩৫০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ সেবক, সাতঘর হাটি দারুস সুন্নাহ্ ইসলামীয়া মাদ্রসার সহ-সভাপতি আলহাজ্ব হারুন আল-রশিদ এর অর্থায়নে ও আলোকিত সমাজ সাতঘর হাটির আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
  • আপলোড তারিখঃ 28-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7201 জন
নবীনগরে ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: নবীনগরে ইফতার সামগ্রী বিতরণ
ad728


 

মো. কামরুল ইসলাম, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর লক্ষ্মীপুরে ৩৫০ জন নিম্ন আয়ের মানুষের  মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী  বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ সেবক, সাতঘর হাটি দারুস সুন্নাহ্ ইসলামীয়া মাদ্রসার সহ-সভাপতি  আলহাজ্ব হারুন আল-রশিদ এর অর্থায়নে ও আলোকিত সমাজ সাতঘর হাটির আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আলোকিত সমাজ সাতঘর হাটির আহবায়ক, সাবেক ছাত্রনেতা এম. নাঈমুর রহমান এর সভাপতিত্বে ও শারমিনুল ইসলাম সাইফুলের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মাসুদুল ইসলাম মাসুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাউছার, নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াছুর রহমান,  সাতঘর হাটি দারুস সূন্নাহ্ ইসলামিয়া মাদ্রসার সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মেম্বার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক এম. নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া আবু বকর (রাযি:) মডেল মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওঃ আরাফাত হুসাইন মুজাহিদী।অনুষ্ঠানে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি সমাজ সেবক হারুন আল-আল রশিদ এর পক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আমতুলি খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রসার টিউবওয়েল স্থাপনের জন্য মাদ্রসার মোহতামিম মাও. আব্দুর রহমানের হাতে  দশ টাকার চেক হস্তান্তর করেন, পাশাপাশি "সবার জন্য ইসলাম " নামক বই সবার মাঝে বিতরণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন