ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 10-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1372 জন
কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা
ad728

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার(১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভা কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার  মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান মিঠু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহমুদুল হাসান,  কটিয়াদী উপজেলা মুক্তিযুদ্ধার ডেপুডিকমান্ডার মো. ইসরাইল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ,  ছাত্র নেতা আব্দুল্লাল আল রুমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন