ঢাকা | বঙ্গাব্দ

নড়িয়ায় অসহায়দের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় সামাজিক সংগঠন অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১মার্চ) বেলা ১১ টার দিকে নড়িয়া নবারুণ কিন্ডার গার্ডেন স্কুল মাঠে অগ্রযাত্রা ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি পারভেজ মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় দঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল।
  • আপলোড তারিখঃ 01-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7489 জন
নড়িয়ায় অসহায়দের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: নড়িয়ায় অসহায়দের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় সামাজিক সংগঠন অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১মার্চ) বেলা ১১ টার দিকে নড়িয়া নবারুণ কিন্ডার গার্ডেন স্কুল মাঠে অগ্রযাত্রা ফাউন্ডেশনের পঞ্চম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি পারভেজ মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় দঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাথির মোহাম্মদ রাতুল, সম্মানিত উপদেষ্টা মহিউদ্দিন তুষার ও ডা. ফাতেমা আক্তার মিশু, শামীম মাদবর, আক্তার খাঁন, এ্যাড.শহিদুল ইসলাম, অহিদুল আলম হাওলাদার, ওমর ফারুক হাওলাদার, ফারুক হোসেন প্রমূখ। 

অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি  মোশারফ বলেন, দ্রব্য মূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজান মাসে তাদের মুখে হাসি ফোটানো জন্য  সামান্য এই চেষ্টা আমাদের। আমরা আজ ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছি। ২০২০ সালে অগ্রযাত্রা ফাউন্ডেশনের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি , অসহায় পরিবারের মেয়েদের সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার মত আরও সামাজিক উন্নয়ন কাজ করে আসছি। আগামীতেও দেওয়ার প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রতিটি প্যাকেটে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, চিনি, ভূসি, মুড়ি, তেল, পিয়াজ, ডাল, আলু, ও চিড়া।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল