কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র জনতা। তারা আল্টিমেটাম দিয়ে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
বুধবার (১৩আগষ্ট) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
তারা অভিযোগ করেন, ফজলুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে এনসিপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং নাহিদ ইসলামসহ কয়েকজনকে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন। বক্তারা বলেন, মুজিববাদী মনোভাবাপন্ন এই নেতা বিএনপির হয়েও আওয়ামী লীগের ভাষা ও অবস্থানকে সমর্থন করছেন। এতে শহীদ ও আহতদের অবমাননা করা হয়েছে এবং বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনকে অস্বীকার করা হয়েছে।
নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ফজলুর রহমানকে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করতে হবে। অন্যথায় কিশোরগঞ্জের ছাত্র জনতা তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, মিয়াদ, দেলোয়ার নেওয়াজ ভূইয়া, নুহা, রওজা, মাইশা এবং বিভিন্ন উপজেলার নেতারা।