নিজস্ব সংবাদ কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়া উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ) বিকালে কচুয়া সরকার সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী'র সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না'র সঞ্চালনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ আলী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ কুমার দাশ,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমেদ,বাংলাদেশ শিক্ষক সমিতি,কচুয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান।এছারা উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি মোঃ তারেক,কচুয়া সরকারি করোনেশন সোবাহান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা সহ উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রিয়া শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল খেলায় কচুয়া সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে বারুইখালী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করে।
প্রধান অতিথি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কচুয়া উপজেলার মোট ২৬ টি স্কুল মাদ্রাসায় ৩ ক্যাটাগরীতে,৫ টি ইভেন্টে,১২ টি ট্রফি সহ মোট ৮৮টি পুরস্কার বিতরণ করেন।