ঢাকা | বঙ্গাব্দ

মাত্র ২০০ টাকার জন্য বাজিতপুরে বন্ধুর হাতে বন্ধু খুন: এলাকাজুড়ে শোক ও উত্তেজনা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাত্র দুইশো টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ গেল আরেক বন্ধুর। নিহতের নাম অপূর্ব চন্দ্র দাস (২০), তিনি কৈলাগ ইউনিয়নের কচুয়াখলা দক্ষিণ পাড়া গ্রামের বিশ্বনাথ চন্দ্র দাসের ছেলে।
  • আপলোড তারিখঃ 06-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 78454 জন
মাত্র ২০০ টাকার জন্য বাজিতপুরে বন্ধুর হাতে বন্ধু খুন: এলাকাজুড়ে শোক ও উত্তেজনা ছবির ক্যাপশন: নিহত অপূর্ব চন্দ্র দাস
ad728




ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি :


কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাত্র দুইশো টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ গেল আরেক বন্ধুর। নিহতের নাম অপূর্ব চন্দ্র দাস (২০), তিনি কৈলাগ ইউনিয়নের কচুয়াখলা দক্ষিণ পাড়া গ্রামের বিশ্বনাথ চন্দ্র দাসের ছেলে।


অভিযুক্তরা হলেন একই গ্রামের বাসিন্দা ও অপূর্বর ঘনিষ্ঠ বন্ধু—কেশ্বব চন্দ্র দাস (পিতা: দুলাল চন্দ্র দাস), উজ্জল চন্দ্র দাস (পিতা: শ্যামল চন্দ্র দাস), গোবিন্দ চন্দ্র দাস (পিতা: নন্দলাল চন্দ্র দাস), এবং শুভ চন্দ্র দাস (পিতা: শ্যাম চন্দ্র দাস)। এছাড়াও অজ্ঞাত আরও ৫-৬ জন এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।


জানা গেছে, গত শনিবার (৩ মে) বিকেলে বাড়ির সামনে হাওরে ধান তুলছিল অপূর্ব। এ সময় অভিযুক্তরা তার কাছে পুরোনো ধার নেওয়া ২০০ টাকা ফেরত চাইলে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা অপূর্বকে চার হাত-পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে এবং পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই রবিবার (৪ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


অপূর্বর মরদেহ এলাকায় পৌঁছালে পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে আসামিপক্ষের লোকজন নিজেদের শত শত মন ধান লুটপাটের আশঙ্কায় পুলিশের উপস্থিতিতে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, তদন্তের স্বার্থে তারা ঘটনাস্থলে রয়েছে, ধান বিক্রির বিষয়ে তাদের কোনো তথ্য নেই।


নিহতের বাবা বিশ্বনাথ চন্দ্র দাস ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয়রা জানান, অভিযুক্তরা এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় মাদকসেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিল বলেও অভিযোগ রয়েছে।


বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল