ঢাকা | বঙ্গাব্দ

কবি বিনয় দেবনাথ অসুস্থ : দোয়া চেয়েছেন সবার

কবি বিনয় দেবনাথ হঠাৎ কিছুদিন যাবৎ অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন। তিনি চোখের কর্নিয়া জনিত সমস্যায় ভুগছেন। সূত্র জানায়, কবি বিনয় দেবনাথকে বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ইসলামিয়া চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঈদের ছুটি শেষ হলে সেখানে তার চিকিৎসা শুরু হবে বলে স্বজনরা আশা প্রকাশ করছেন।
  • আপলোড তারিখঃ 06-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 49324 জন
কবি বিনয় দেবনাথ অসুস্থ : দোয়া চেয়েছেন সবার ছবির ক্যাপশন: কবি বিনয় দেবনাথ
ad728


নিজস্ব প্রতিনিধি : কবি বিনয় দেবনাথ হঠাৎ কিছুদিন যাবৎ অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন। তিনি চোখের কর্নিয়া জনিত সমস্যায় ভুগছেন। সূত্র জানায়, কবি বিনয় দেবনাথকে বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ইসলামিয়া চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঈদের ছুটি শেষ হলে সেখানে তার চিকিৎসা শুরু হবে বলে স্বজনরা আশা প্রকাশ করছেন।


কবি বিনয় দেবনাথ ১৭ অক্টোবর ১৯৫৫ (পহেলা কার্তিক ১৩৬২ বঙ্গাব্দে) ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলার গোয়ারি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু  পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় বিধু ভূষণ দেবনাথ এবং মাতার নাম স্বর্গীয় সুষমা দেবনাথ। 

তিনি আসকর আলী উচ্চ বিদ্যালয় কান্দিপাড়া থেকে মেট্রিক, গফরগাঁও কলেজ থেকে আই,এ পাশ করে আলমগীর মনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজ,  ময়মনসিংহ থেকে স্নাতক ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন। 


শিক্ষাজীবন শেষে তিনি বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের  পরিসংখ্যান ব্যুরোতে পরিসংখ্যানবিদ হিসাবে সরকারি চাকরিতে যোগদান করেন। 


কর্মজীবনে তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।  তাঁর স্ত্রীর নাম অশকা দেবনাথ। তিনি সুজিত কুমার দেবনাথ (বিসিএস) সহকারী অধ্যাপক ও অনুময়ী দেবনাথ  (সহকারি শিক্ষিকা)  নামে দুই সন্তানের জনক। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন। 


কবি বিনয় দেবনাথ ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী ছিলেন। তিনি সুযোগ পেলেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি  বিভিন্ন ধরনের গল্পের বই, উপন্যাস  এবং কবিতার বই পড়তেন।

চাকরি থেকে অবসরের পর পরই তিনি সাহিত্য চর্চায়  জড়িয়ে পড়েন। 

তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে   পাঠক সমাজে সবচেয়ে আলোড়ন সৃষ্টি  হয়েছে তাঁর লেখা  "সেই কবে তোমায় দেখেছিলাম" রোমান্টিক  কাব্যগ্রন্থটি।

এছাড়া তার প্রকাশিত অন্যান্য গ্রন্থাবলী হচ্ছে, অগ্নিশিখা, গুচ্ছ কবিতা, প্রেম যন্ত্রণা, পথের শেষ, অশ্রুজল ভিক্ষা, গলির মোড়ে মেয়ে, পদ্মাবতী, হিজল  গাছে ভূত, রাজসিংহাসন ইত্যাদি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত