আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে একটি ভাড়া বাসা হতে হাবিবুর রহমান (৫৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১২টার দিকে বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোনের গেট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসনের দু'তলা হতে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে নিহত হাবিবুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি ঐ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
হাবিবুর রহমানের স্ত্রী রিজা মনি জানান, আমার স্বামীর প্রথম স্ত্রী মারা গেলে দুই বছর আগে আমাকে বিয়ে করেন। আমাদের সংসারে হাসিবুর রহমান নামে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী আগে এস আলম গ্রুপে চাকরি করতেন। কিছুদিন হলো তিনি ইট-বালি সরবরাহের ঠিকাদারি ব্যবসা শুরু করেন।
আমি আমার মায়ের বাসায় যাই গত সপ্তাহে। দুই-তিন দিন ধরে তাঁকে মোবাইলে কল দিলেও তিনি ধরেননি। আমি ভেবেছি রাগ করে ফোন ধরছে না। আজ এসে দেখি স্বামী আমার মারা গেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান,ধারণা করা হচ্ছে তিনি দুই -এক দিন আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন।নিহতের বাসা থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।