ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার (২০২৫-২০২৬) সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 27-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 122637 জন
গফরগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কমিটি ঘোষণা ছবির ক্যাপশন: সভাপতি, মাওলানা জয়নুল আবেদীন ও সেক্রেটারি পদে মুফতি আনোয়ার হোসাইন । ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

রফিকুল ইসলাম খান ; গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার (২০২৫-২০২৬) সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে শিলাসী মীর বাড়ীতে আয়োজিত এক শুরা অধিবেশনে এই কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা ফজলুল করীম রসুলপুরী।
এতে গফরগাঁও উপজেলা শাখার সভাপতি পদে মাওলানা জয়নুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা ইসলাম উদ্দিন ও সেক্রেটারি পদে মুফতি আনোয়ার হোসাইন নির্বাচিত হয়েছেন।

মাওলানা ফজলুল করীম রসুলপুরী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আশা করি নতুন কমিটির নেতৃত্বে গফরগাঁও উপজেলা সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে। এসময় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল