ইকবাল হোসাইন (পানছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়িতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার ( ২৬ শে মার্চ ) বিকাল ৩ টায় পানছড়ি উপজেলা জামাতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন'র সভাপতিত্বে দলটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় মহান স্বাধীনতা দিবস এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। মুক্তিযুদ্ধের এবং ২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়
সভায় আরো উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা জামায়েত ইসলামী'র সহ সভাপতি মো আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ মোজাম্মেল হক সহ সকল ইউনিটের নেতাকর্মীরা।