ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে দু’দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়।
  • আপলোড তারিখঃ 26-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16435 জন
কটিয়াদীতে দু’দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ছবির ক্যাপশন: কটিয়াদি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ছবি: আজকের সংবাদ
ad728



মাইনুল হক মেনু, স্টাফ  রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২৬জানুয়ারী) সকালে কটিয়াদী উপজেলা প্রাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুই দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কটিয়াদ পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি,  কটিয়াদী পৌর জামায়াতে ইসলামীর আমীর আনিসুজ্জামান রুবেল কটিয়াদী উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জাইদুল,  উপজেলা যুবদলের আহবায়ক মাহাবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, কটিয়াদী পৌর যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি, কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজসহ কটিয়াদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কটিয়াদী উপজেলা বিএনপি,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দু’দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন