ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে সংবাদ সম্মেলন: ভূমিদস্যু মোশারফ হোসেনকে ক্ষমা চাইতে ৭ দিনের আল্টিমেটাম, অন্যথায় মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সরকারি খাস ২৪.৮৪ একরের জলমহাল নাজিরদিঘীকে নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে দখলের অপচেষ্টা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমকে রাজনৈতিক প্রতিহিংসার বশে জড়িয়ে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে আজ (৩০ আগস্ট) শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে নাজিরদিঘীর লিজগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
  • আপলোড তারিখঃ 30-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20735 জন
কুলিয়ারচরে সংবাদ সম্মেলন: ভূমিদস্যু মোশারফ হোসেনকে ক্ষমা চাইতে ৭ দিনের আল্টিমেটাম, অন্যথায় মামলা ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলন
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ)  প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সরকারি খাস ২৪.৮৪ একরের জলমহাল নাজিরদিঘীকে নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে দখলের অপচেষ্টা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমকে রাজনৈতিক প্রতিহিংসার বশে জড়িয়ে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে আজ (৩০ আগস্ট) শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে নাজিরদিঘীর লিজগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরদিঘীর লিজগ্রহীতা মোঃ সাদিরুজ্জামান বাছির। এ সময় উপস্থিত ছিলেন হাজী আবুল কাশেম, উছমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদ মিয়া, আবু বাক্কার ছিদ্দিক, নাজিরদিঘী পুকুরপাড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হাজী আঃ ছাত্তার, হাফেজ দীন ইসলাম, মজা পুকুর সমবায় সমিতির সভাপতি নূরুল আমীন, নূর মুহাম্মদ প্রমুখ।


লিখিত বক্তব্যে বলা হয়, নাজিরদিঘী সরকারি খাস জলমহাল হওয়ায় এর সাথে মোঃ শরীফুল আলম বা তাঁর পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই। অথচ বাজিতপুর উপজেলার প্রয়াত বেলায়েত হোসেনের পুত্র মোঃ মোশারফ হোসেন গত ২৬ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে শরীফুল আলমকে জড়িয়ে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তোলেন। এটি রাজনৈতিক প্রতিহিংসা ও কুৎসা রটনার সামিল।


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মোশারফ হোসেন তাঁর মৃত পিতার মুক্তিযোদ্ধার পরিচয়কে অপব্যবহার করে অনৈতিকভাবে সরকারি খাস জলমহাল আত্মসাৎ করার জন্য জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এমনকি তিনি বাজিতপুর ১ম মুন্সেফী আদালতের ৫১/১৯৬৮ নং মামলার আরজি ও রায়ও জাল করেছেন বলে অভিযোগ তোলেন।


নালিশী নাজিরদিঘী মৌজার নালিশী ১১১২ দাগভুক্ত মোট ২৪.৮৪ একর ভূমি সি.এস ও এস.এ খতিয়ানে নদী হিসেবে রেকর্ডভুক্ত ছিল। পরবর্তীতে আর.এস জরিপে এস.এ ১১১২ দাগ ১৫৩২ দাগে রূপান্তরিত হয়ে ১নং খাস খতিয়ানে ‘পুকুর’ শ্রেণীতে সরকারি মালিকানাধীন হিসেবে চূড়ান্তভাবে রেকর্ডভুক্ত হয়। বাংলা ১৩৮৪ সাল (১৯৭৮ খ্রিস্টাব্দ) থেকে আজ অবধি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সরকার এই দিঘী লিজ দিয়ে নিয়মিত রাজস্ব আদায় করে আসছে।


বক্তারা আরও উল্লেখ করেন, একসময় মোশারফ হোসেন নিজেও হামিদ উদ্দিন আহামেদ সেলিম নামে এক ব্যক্তির সাথে যৌথভাবে এই দিঘী লিজ নিয়ে মাছ চাষ করেছেন। যা প্রমাণ করে দিঘীটি সরকারি সম্পত্তি।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মোশারফ হোসেনের উদ্দেশ্যমূলক মিথ্যাচার ও কুৎসা রটনার মাধ্যমে শরীফুল আলমের রাজনৈতিক ও সামাজিক সুনাম নষ্ট করার জঘন্য অপচেষ্টা করা হয়েছে। এ জন্য তাঁকে আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে তাঁরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে মোশারফ হোসেনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।