ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নওগাঁর সাপাহার পুনর্ভবা নদী থেকে হাদিসুর রহমান (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 27-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8529 জন
সাপাহারে নদী থেকে শিশুর লাশ উদ্ধার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহার পুনর্ভবা নদী থেকে  হাদিসুর রহমান (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশু  হাদিসুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

গ্রামবাসী  সূত্রে জানা গেছে শিশু হাদিসুর গত রবিবার দুপুরে অন্যান্য ছেলেদের সাথে নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে সে তলিয়ে গেলে সহপাটিরা তার বাসায় এসে খবর দেয়। সাথে সাথে পরিবারের লোকজন সহ গ্রামবাসী নদীতে নেমে খোঁজা খুজি শুরু করে। সারা দিন খোঁজার পরে শিশু হাদিসুরকে না পেয়ে বিকেলে সাপাহার ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল রাত সাড়ে ৮টা পর্যন্ত নদীগর্ভে তল্লাসী চালায়। উদ্ধারকারী দল  কোথাও শিশুটির সন্ধান না পেয়ে ফিরে আসে।  এদিকে রাত ৯টার দিকে লোকজন কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায়ে স্থানী পুলিশে  সংবাদ দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছে নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। 

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করেন ও থানায় একটি ইউডি মামলা রেকর্ড হয়েছে বলেও জানান।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান