অষ্টগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টা থেকে অষ্টগ্রাম বড়বাজার এলাকায় এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে সকাল থেকেই রোগীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পরার মতো।
উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমান খানের সঞ্চালনায় ও আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রেজা চৌধুরী শিপু। ডা. জহিরুল ইসলাম ও ডা. আশরাফ উদ্দিন স্বপন উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য এস এম জাভেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল,বাংগালপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শওকত আলম, সাধারণ সম্পাদক মানিক মিয়া,কলমা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কামাল,সাধারণ সম্পাদক মলয় দাস,কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমত,রোটারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তাকবীর আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুজনাবিন, শ্রমিকদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।