ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

“বি এ হ্যান্ড ওয়াসিং হিরো, হাত ধোয়ার হিরো হন”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 20-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14227 জন
সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ছবির ক্যাপশন: বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালী
ad728


স্টাফ রিপোর্টার:

“বি এ হ্যান্ড ওয়াসিং হিরো, হাত ধোয়ার হিরো হন”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপনে সোমবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ হতে নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর নেতৃত্বে  একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সাপাহার সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া কার্য প্রদর্শন করা হয়। এতে ক্ষুদে শিক্ষার্থী ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ হাত ধোয়া কার্য প্রদর্শন করেন। এসময় জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো: আব্দুল গাফ্ফার, প্রাণী সম্পদ অফিসার ডাঃ গোলাম রাব্বানী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানীক, ,সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু সাহা,হুমায়ন কবির সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান