ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র-মাদকসহ আটক ৪

চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনী বিশেষ এক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে।
  • আপলোড তারিখঃ 07-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 97595 জন
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র-মাদকসহ আটক ৪ ছবির ক্যাপশন: অস্ত্র ও মাদকসহ আটককৃত চারজন।
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:  চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনী বিশেষ এক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে।

সোমবার(৭এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপে এই অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল।

এই অভিযানে চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসু মিয়ার ছেলে বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মদের ছেলে মনজুরুল আলম  (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মুমিন হোসেন (২৪) ও মুজাহিদের ছেলে গ্যাস বাবুলকে (৫০) আটক করা হয়। এ সময় তাদের কাছ ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন (গুলি), ৫৭টি দেশীয় অস্ত্র,  ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ, ৪ হাজার ৭০০ দিরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়। 

বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছিল আটককৃতরা।আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক ও অস্ত্র-মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। আরও বেশ কিছু তথ্য হাতে এসেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল