ঢাকা | বঙ্গাব্দ

জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ৬০ বছর পূর্তি উৎসব পালিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের পুরাতন বাজারে পরিচালিত জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার হীরক জয়ন্তী সোমবার বিকেলে শাখা প্রাঙ্গণে উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে ব্যাংকের লগো অঙ্কিত কেক কাটা, অতিথিদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করা হয়।
  • আপলোড তারিখঃ 02-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 53104 জন
জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ৬০ বছর পূর্তি উৎসব পালিত ছবির ক্যাপশন: আলোচনা সভা
ad728


শেখ কামাল উদ্দিন:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের পুরাতন বাজারে পরিচালিত জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার হীরক জয়ন্তী সোমবার বিকেলে শাখা প্রাঙ্গণে  উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে ব্যাংকের লগো অঙ্কিত কেক কাটা, অতিথিদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন, ইসলামী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক আবদুল কাইউম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. মিজানুল হক, আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি কসবা শাখা ব্যবস্থাপক  মো. ইয়াকুব আলী, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু আক্কাস, সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম রেজা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কুটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাজী তাইজ উদ্দিন, জনতা ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মো. আবদুস সালাম, ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিগণ বলেন, ছয় দশক যাবত জনতা ব্যাংক কসবা শাখা সুনামের সহিত গ্রাহকসেবা দিয়ে যাচ্ছে। জনগণের অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে  এই শাখার অবদান অনস্বীকার্য।  ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অভিমত ব্যক্ত করেন বক্তারা। এধরনের প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠান ব্যাংকের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল