ঢাকা | বঙ্গাব্দ

বিজয়নগরে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১৫১ বোতল ফেন্সিডিল সহ ‍দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫১ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12406 জন
বিজয়নগরে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার ছবির ক্যাপশন: গ্রেফতারকৃত আতিক মিয়া ও আজিজুল ইসলাম বাচ্চু
ad728

এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১৫১ বোতল ফেন্সিডিল সহ ‍দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫১ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বিজয়নগরের কাশিনগর এলাকার বাসিন্দা জালাল মিয়া উরফে জলিলের ছেলে  আতিক মিয়া (৩৬) ও মৃত আব্দুল কাদিরের ছেলে আজিজুল ইসলাম বাচ্চু (৩৭)। 

আজ (১৮ ফেব্রুয়ারী ) দুপুরের  র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার  মোঃ মশিহুর রহমান সোহেল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে বিজয়নগর থানায়  গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিরে ও জব্দকৃত আলামত  হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন