এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৫১ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫১ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিজয়নগরের কাশিনগর এলাকার বাসিন্দা জালাল মিয়া উরফে জলিলের ছেলে আতিক মিয়া (৩৬) ও মৃত আব্দুল কাদিরের ছেলে আজিজুল ইসলাম বাচ্চু (৩৭)।
আজ (১৮ ফেব্রুয়ারী ) দুপুরের র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিজয়নগর থানায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিরে ও জব্দকৃত আলামত হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।