ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান-২৪ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির উদ্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 117 জন
গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন: বিএনপির বিজয় মিছিল
ad728

 


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান-২৪ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির উদ্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় পর থেকেই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ. বি সিদ্দিকুর রহমান, জেলা দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, জেলা দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ খান, জেলা দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান এবং জেলা দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু'র নেতৃত্বে বিজয় মিছিল হয়। প্রতিটি মিছিল গফরগাঁও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে গিয়ে জমায়েত হয়। পরে সেখান থেকে সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে একই ব্যানারে বিশাল বিজয় মিছিল বের করে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে জামতলা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই করেছি। তার ধারাবাহিকতায় ৫ আগস্টের জন্ম হয়েছে। তাই দীর্ঘ ১৭ বছর যারা শহীদ হয়েছে সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে এ দেশে সরকার প্রতিষ্ঠিত হবে। এ সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে নির্বাচনেরও রোডম্যাপ ঘোষণা করতে হবে। মানুষের অধিকার হরণ করলে কিভাবে তা প্রতিহত করতে হয় সেটা বাংলার মানুষ ভালোভাবে জানে। সুতরাং মানুষের অধিকার নিয়ে কেউ খেলা করার চেষ্টা করবেন না।

সমাবেশে বক্তারা সবাইকে নিয়ে দেশ ও গণতন্ত্রের পথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ